

প্রতীকী ছবি
ঈশ্বরদীতে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তাঁর নাম সাইফ শেখ (২৬)।
সাইফের বাবা ফারুক শেখ জানান, তাঁর ছেলে মানসিক অসুস্থতায় ছিলেন। শুক্রবার (১৯ জুন) সকালে বাসায় খাবার খান। পরে তাঁর ঘরে গিয়ে সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে দেখতে পেয়ে তাঁকে নামিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর বাড়ি পৌরসভার পাতিলাখালী এলাকায়। আট মাস আগে দ্বিতীয় বিয়ে করেন সাইফ। কী কারণে সাইফ আত্মহত্যা করেছেন, এ বিষয়ে তাঁর পরিবারের লোকজন কিছু বলতে পারেননি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দেবব্রত কুমার পাল বলেন, ‘হাসপাতালে নেওয়ার পথে ওই যুবক মারা যায়। পরে হাসপাতাল থেকে স্বজনরা তাড়াতাড়ি করে তার লাশ বাড়ি নিয়ে যায়।’