

ঈশ্বরদীতে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই।
ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর পশ্চিম পাড়া এলাকায় আগুনে ১টি বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী আনারুল ইসলাম দাবি করে বলেন, তিন রুম বিশিষ্ট একটি বিশাল ভ্যারাইটিজ স্টোর ছিল তাঁর। সেখানে মুদিখানা, ইলেকট্রিক, কাপড়, কাঁচা সবজি ও বিকাশসহ বহুমূখী পণ্যে বিক্রি করতেন।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফ সরকার জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। একটি ফায়ারস্টেশনের দুইটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।