

বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
ঈশ্বরদী পৌরসভার আগামী ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
অতি স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পৌর মিলনায়তনে ২৬৭ কোটি ২৮ লাখ ৪৮ হাজার ৩০০ টাকার এই বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে নাগরিকদের জন্য নতুন করে কোনো ধরনের কর আরোপ করা হয়নি। এতে পৌরসভার সড়ক উন্নয়ন, পানি সরবরাহ, স্যানিটেশন ও সৌন্দর্যবর্ধনকে অগ্রাধিকার দেওয়া হয়।
অনুষ্ঠানে এটিকে আধুনিক পৌরসভা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন মেয়র মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। তিনি নাগরিকদের নিয়মিত পৌর কর পরিশোধের আহ্বান জানান।
বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার সচিব জহুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আব্দুল আওয়ালসহ পৌর কাউন্সিলর উপস্থিত ছিলেন।
বাজেট অধিবেশন চলাকালীন উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, এস এম রাজা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, সিনিয়র সাংবাদিক সেলিম সরদার, শিক্ষক সমিতির সভাপতি জমসেদ আলী, পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আব্দুস সাত্তার প্রমূখ।