

ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট গ্রাফিক্স টিম
পাবনায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তা প্রতিরোধে সারা দেশের মতো তিনটি জোনে (লাল, হলুদ, সবুজ) ভাগ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সাংবাদিকদের এতথ্য জানান পাবনার সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল।
১) রেড জোন: পাবনা সদর ও সুজানগর উপজেলা। (এ দুটি উপজেলার সবচেয়ে বেশি সংক্রমিত গ্রাম, পাড়া ও মহল্লাকে লকডাউন করা হবে)
২) ইয়েলো জোন: ঈশ্বরদী, আটঘোরিয়া এবং ভাঙ্গুড়া উপজেলা।
৩) গ্রীন জোন: বেড়া, সাঁথিয়া,চাটমোহর ও ফরিদপুর উপজেলা।
জনসংখ্যা অনুপাতে করোনা আক্রান্তের হার বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্য অধিদফতরের গাইডলাইন অনুযায়ী, প্রতি লাখে ৩-৯ জন আক্রান্ত হলে সে এলাকা ইয়েলো জোন হিসেবে চিহ্নিত হবে। সে হিসেবে উপজেলায় আক্রান্তের পরিসংখ্যান অনুযায়ী জোনভিত্তিক বিভাজনে ‘ইয়েলো’ জোনের মধ্যে পড়েছে ঈশ্বরদী, আটঘোরিয়া এবং ভাঙ্গুড়া উপজেলা।
উল্লেখ্য, ১৫ জুনে পাওয়া তথ্যে মতে, জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০১ জন। এর মধ্যে পাবনা সদর উপজেলায় ১০৭ জন, ঈশ্বরদীতে ১৬ জন, সুজানগরে ৩৩ জন, আটঘরিয়ায় ১১ জন, সাঁথিয়ায় ১৩ জন ও ভাঙ্গুড়ায় ১১ জন, চাটমোহরে ৫ জন, ফরিদপুরে ৪ এবং বেড়ায় ০১ জন করোনা শনাক্ত হয়েছেন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ১১ জন সুস্থ হয়েছেন। অনেকের মধ্যে কোনো উপসর্গ নেই। প্রায় সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন পাঁচজন। সবারই শারীরিক অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।