

পাবনা জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কামিল হোসেনের মা রিজিয়া বেগম (৮৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। এছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনায় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে রোববার (১৫ জুন) বাদ আসর ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ওলিউল্লাহ। এতে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।