

শেখ মো. আব্দুল্লাহ
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
রোববার (১৪ জুন) এক শোক বার্তায় ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু বলেন, মহান মুক্তিযুদ্ধ ও দেশের রাজনীতিতে শেখ মো. আব্দুল্লাহ’র অবদান অসামান্য। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক। তেমনি আব্দুল্লাহ ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন।
ব্যারিষ্টার জিরুর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।