

মিজানুর রহমান স্বপন। ফাইল ছবি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন।
শনিবার (১৩ জুন) মিজানুর রহমান স্বপন ঈশ্বরদীর কর্তব্যরত সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সিপাহশালার শহীদ জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য সন্তান সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
শোক বার্তায় তিনি আরও জানান, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ক্ষতি পূরণ হওয়ার মতো নয়। তিনি তার রাজনৈতিক জীবনে আ’লীগ সরকারের স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সমকালীন রাজনীতির পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজে তার অবদান জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে।