

ঈশ্বরদীর ম্যাপ।
ঈশ্বরদীতে সাপের কামড়ে হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে মাজদিয়া মাদ্রাসা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি ওই এলাকার আলমের ছেলে ও মাজদিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের বাবা জানিয়েছেন, বুধবার রাতে হোসেন নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোর রাতের দিকে হোসেনের চিৎকারে বাড়ির লোকজন এসে তাঁর বাঁ পায়ে সাপের কামড়ের দাগ দেখতে পান। দ্রুত তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সাপে কাটা রোগীর জন্য প্রতিষেধক ভ্যাকসিন না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে তাঁরা তাঁকে নিয়ে পাবনা জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে তাঁর মৃত্যু হয়।
সাঁড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।