

ছবি: প্রতীকী
পাকশী প্রতিনিধি: ঈশ্বরদীতে ৫৩ পিস ইয়াবাসহ সুরুজ আলী (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পাকশী ইউনিয়নের বিবিসি বাজার থেকে আটক করা হয়। তিনি এ এলাকার মৃত রমজান আলীর ছেলে।
রূপপুর পারমাণবিক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিকাশ চন্দ্র জানান, সুরুজ পাকশীর চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। ঘটনার সময় বিবিসি বাজারে ইয়াবা সেবনকারীদের কাছ ইয়াবা বিক্রয় করার জন্য ঘুরাঘুরি করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে শরীর তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক সুরুজ এর আগেও মাদকসহ আটক হয়েছিলেন। তাকে আগামীকাল রোববার (২৮ এপ্রিল) পাবনা আদালতে পাঠানো হবে।