

ঈশ্বরদীর ম্যাপ।
ঈশ্বরদীতে জহুরুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত শাহাদৎ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার পাবনার পাথর তলা এলাকার মাদক ব্যবসায়ী মো. আজাদের বাড়িতে মাদক ব্যবসা নিয়ে মতপার্থক্য নিয়ে বাকবিতণ্ডা হয়।
এরপর ওই বাড়ি থেকে উপজেলার মশুরিয়াপাড়া এলাকার নিয়ামত আলী (৫৫) নামের এক ব্যক্তি ও জহুরুলের দ্বিতীয় স্ত্রী শান্তনা খাতুন ওই মরদেহ একটি অ্যাম্বুলেন্সে করে রূপপুরে এনে দ্রুত চলে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে নিয়ামত ও শান্তনাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাবনা মর্গে পাঠায়। নিহত জহুরুলের দ্বিতীয় স্ত্রী শান্তনা ও নিয়ামত আলীকে পুলিশ আটক করেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে, বলে জানান ওসি।