

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম শামীমের মা আলো বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (০৫ জুন) রাতে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
চিকিৎসক জানায়, করোনা সন্দেহে তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। তিনি হৃদরোগে আক্রান্ত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (০৬ জুন) সকাল ৭টায় কেন্দ্রীয় গোরস্থান মসজিদের সামনে জানাজা শেষে আলো বেগমকে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন। এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।