

রবিউল আলম বুদু। ফাইল ছবি
শ্বাসকষ্টের কারণে রোববার (৩১ মে) সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের ভর্তি হয়েছেন পাবনা- ৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী এ্যাডভোকেট রবিউল আলম বুদু।
বুদুর সহকারী এ্যাডভোকেট আব্দুস সালাম রাজন বলেন, ‘শ্বাস নিতে কষ্ট হওয়ায় সকাল সাড়ে ১০টায় এ্যাডভোকেট রবিউল আলম বুদুকে হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তচাপ হঠাৎ বেড়ে গিয়েছিল। অবশ্য পরে তা স্বাভাবিক হয়েছে।’
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘তিনি হার্টের রোগী ও রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়া তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে … তাঁর অবস্থা এখন স্বাভাবিক।’
এদিকে স্থানীয় একজনের ফেসবুক আইডি থেকে এ্যাডভোকেট রবিউল আলম বুদু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন—এমন গুজব ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হয়েছে। এর মধ্য দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও অপচেষ্টা করা হচ্ছে। তবে তিনি এ ধরনের ভাইরাসে আক্রান্ত হননি কথাগুলো বলেন তাঁর ছেলে আবির।
গত ২৬ মে উপজেলার সাহাপুর ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে ঢাকার বাসায় যান বুদু। এরপর গেল কয়েক দিন থেকে শারীরিক অসুস্থতা অনুভব করেন তিনি। তারপর পরিবারের লোকজন তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি এখানেই চিকিৎসাধীন রয়েছেন।