

কৃষক নির্বাচনের লটারি করা হচ্ছে।
ঈশ্বরদীতে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে খাদ্যশস্য (ধান) সংগ্রহ করার লক্ষ্যে লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে কৃষকদের ভাগ্য।
সোমবার (০১ জুন) খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হানের নেতৃত্বে উপজেলা সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ভাগ্যবান কৃষকদের নির্বাচন করা হয়।
উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, উপজেলায় চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতি মৌসুমে বাজারে ধানের দাম না থাকায় লাগাতার লোকসান দিয়ে আসছেন কৃষকরা। লোকসান পূরণ করার লক্ষ্যে কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করার জন্য পাবনা জেলা প্রশাসনের নির্দেশক্রমে লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে কৃষকদের।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস,ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন এস কাইয়ুম, তথ্য অধিদপ্তরের উপজেলা সহকারী প্রোগ্রামার মাসুদ রানা ও কৃষক লীগ নেতা মুরাদ মালিথাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান সংগ্রহ অভিযানে ২৬ টাকা কেজি দরে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫২ মেট্টিক টন।
লক্ষ্যমাত্রার সবটুকু ধান লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার তালিকাভুক্ত চাষিদের মধ্যে লটারির মাধ্যমে ২৫২ কৃষককে নির্বাচন করা হয়। নির্বাচিত প্রতিজন কৃষকের কাছ থেকে ১ মেট্টিক টন করে ধান ক্রয় করা হবে।