

ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট গ্রাফিক্স টিম
করোনা উপসর্গ নিয়ে ঈশ্বরদীর ২৪ ঘণ্টার ব্যবধানে এক নারীর মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সুত্রে জানা যায়, গেল মঙ্গলবার রাতে ঈশ্বরদী পৌরসভার বাবুপাড়া খলিলের মোড়ের বাসিন্দা ৬২ বছর বয়সী এক নারী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা চীন মৈত্রী হাসপাতালে ভর্তি হন। তাঁকে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। ওই দিন করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা হাসপাতালের ল্যাবরেটরিতে পাঠানো হয়। এ পরীক্ষার প্রতিবেদন আসার আগে শনিবার রাত সাড়ে আটটায় দিকে তাঁর মৃত্যু হয়।
এদিকে রোববার (৩১ মে) বিকেলে রহিমপুর কবরস্থানে করোনা সংক্রমণরোধে সকল নিয়ম অনুসরণ করে ওই নারীর লাশের জানাজা ও দাফন করেন ইসলামিক ফাউন্ডেশনের দাফন কমিটির সদস্যরা
জানতে চাইলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান বলেন, বাবুপাড়ার নারীর করোনার সব ধরনের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তাঁর বড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।