

মসজিদকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পাঁচ হাজার টাকা করে ইমামদের হাতে তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।
করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে যাকাত ও অন্যান্য উৎস থেকে আয় কমে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছে দেশের অধিকাংশ মসজিদ। নিয়মিত বেতনভাতা হচ্ছে না মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ সংশ্লিষ্টদের।
মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রদান করা হচ্ছে আর্থিক অনুদান।
এ কার্যক্রমের অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলার ৪৮৯টি মসজিদের অনুকূলে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ২৩ লাখ ৯৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে ঈশ্বরদী সরকারি সাঁড়া মারোয়াড়ী মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামী ফাউন্ডেশন পাবনার সহযোগিতায় সকল মসজিদের সভাপতি-সম্পাদকের হাতে এসব অর্থ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ আইনুল ইসলাম প্রমুখ।
অর্থ প্রদান কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বলেন, রমজান মাসে মুসল্লিদের দান থেকে মসজিদ পরিচালনার সারা বছরের ব্যয়ভারের একটা বড় অংশের সংস্থান হয়। এ বছর করোনা পরিস্থিতিতে অধিকাংশ মসজিদই তা থেকে বঞ্চিত হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে একজন ধর্মপ্রাণ মানুষ। দেশের ইমাম ও মুয়াজ্জিনসহ মসজিদ সংশ্লিষ্ট কর্মচারীদের দুর্দিনে নিজ উদ্যোগে অনুদান দিয়েছেন তিনি।
এ বিষয়ে ইউএনও শিহাব রায়হান সাংবাদিকদের বলেন, করোনা পরিস্থিতিতে মানবিক সংকটে থাকা সবাইকে সাধ্যমত সহযোগিতা করছে সরকার। পর্যায়ক্রমে সকল ধর্মীয় প্রতিষ্ঠানেই সহযোগিতার পরিকল্পনা রয়েছে।