

পানিতে ডুবে মৃত্যু। ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট গ্রাফিক্স টিম
ঈশ্বরদীতে পানিতে ডুবে তন্ময় (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) উপজেলার ছলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
সে ওই গ্রামের মোঃ সালাউদ্দিনের ছেলে ও মানিকনগর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
সূত্র জানায়, শনিবার বেলা ১২টার তন্ময় তার বন্ধুর সঙ্গে বাড়ির পেছনে পরিত্যক্ত একটি ইটভাটার পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তন্ময় পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে তার পরিবারের লোকজন পুকুরে গিয়ে খুঁজতে শুরু করেন। স্থানীয়দের সহায়তায় অনুসন্ধান চালিয়ে তন্ময়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামিম বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।