

ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন অতিথিবৃন্দ। ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট
করোনা বিপর্যয়ে বিপন্নদের মধ্যে পাবনা জেলা পরিষদের পক্ষ থেকে পাঁচ শতাধিক বিভিন্ন শ্রমজীবী পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ১০টায় ঈশ্বরদীর জেলা পরিষদের ডাক বাংলোর চত্বরে সামাজিক দূরুত্ব বজায় রেখে এই সব হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, সাবান ও তেল।
ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূর্যের মতো আলো ছড়িয়ে দিচ্ছেন সারা দেশের মানুষের মাঝে। দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এগিয়ে যাচ্ছে দেশ। তার এই অগ্রযাত্রাকে কেউই দাবায়ে রাখতে পারবে না।’
এসময় তিনি প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালে আমাদের জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ডিলু ভাই। পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজ সেবককে হারিয়েছেন।
জেলা পরিষদের সদস্য শফিউল আলাম বিশ্বাস ও সাইফুল ইসলাম বাবু মন্ডলের সার্বিক সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী প্রমুখ।
উপহার সামগ্রী নিতে আসা কয়েকজন মধ্যবিত্ত পরিবারের লোকজন বলেন, আগে আমাদের পরিবার পরিজন নিয়ে ভালভাবে দিন চলত। করোনা সংকটে পড়ে আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। একদিকে বাসা ভাড়া আরেক দিকে সংসার চালানোই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। চাল ডাল আনারও ক্ষমতাও নাই। আত্মীয় স্বজনের কাছেও যেতে পারছি না। ক্ষুধার জ্বালায় বুক ফাটলেও মুখ ফাটে না।পাবনা জেলা পরিষদের মাধ্যমে আজকে এই খাদ্য সামগ্রী পেয়ে অনেক খুশি লাগছে। কয়েকটা দিন তো খেতে পারব।