

ঈদ উপহার প্রস্তুত করা হচ্ছে। ছবি: সংগৃহীত
করোনার (কোভিড-১৯) সংকটসময়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন। ব্যাক্তিগত উদ্যোগে ১৫০ অসহায় পরিবারের মধ্যে ঈদের উপহার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন তিনি।
বুধবার (২০ মে) পৌরসভার কলেজ রোড, অরনকোলা, ভাটাপাড়া ও মশুড়িয়াসহ বিভিন্ন এলাকা এসব বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, ডাল, তেল, সেমাই ও সাবান।
মিজানুর রহমান স্বপন মুঠোফোনে বলেন, দেশের এ সংকটে সবাই এক হয়ে কাজ করলে আমরা করোনাকে জয় করতে পারব। আজকে আমরা যেভাবে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক তেমনিভাবে তারাও একদিন অন্য মানুষের পাশে এসে দাঁড়াবে- এমনটাই প্রত্যাশা তাঁর।
তিনি আরও বলেন, করোনার প্রভাবে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। তাই আসন্ন ঈদে তাদের জন্য আমার এই ক্ষুদ্র উপহার।