

ফিরোজ কবির। ছবি: সংগৃহীত
করোনার থাবায় এখন পর্যন্ত বাংলাদেশে প্রাণ হারিয়েছেন ৩৭০ জন। আর আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১২১ জন। এই ভয়ানক ভাইরাসের সংক্রমণ ঠেকানোর মতো কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। ফলে পরিস্থিতি দিনকে দিন আরও খারাপের দিকেই যাচ্ছে।
জটিল এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখাই সবচেয়ে বড় ভরসা। আর এই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই আহবান জানিয়েই মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোষ্ট দিয়েছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপাপ মো: ফিরোজ কবির।
প্রত্যেকেই নিজের এবং নিজ পরিবারের স্বার্থে মার্কেট সাময়িক বন্ধের সিদ্ধান্তকে মেনে চলুন। ভেবে সিদ্ধান্ত নিন ঈদে কোনটি প্রত্যাশিতঃ
নতুন পোশাক নাকি বাসায় করোনা রোগী?
করোনা দুর্যোগে বাংলাদেশে সামনের সারির যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশের অগ্রনী ভূমিকা ইতিমধ্যে সকলের নজর কাড়তে সক্ষম হয়েছে। ঘর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে মানবিক পুলিশিং এর গল্প সবার মুখে মুখে, অনেকেই বলছেন করোনা পরিস্থিতিতে পুলিশকে নতুন করে আবিষ্কার করতে সক্ষম হয়েছেন তারা এবং সেটি অত্যন্ত ইতিবাচকভাবেই।
মানবিক পুলিশের অনন্য উদাহরণ হিসেবে করোনা সংকট মোকাবেলায় পুলিশের বৈচিত্র্যময় ভূমিকাকে উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি, পেশা, লিঙ্গ, সংস্কৃতি, অভিবাসন, অভিগমন ইত্যাদিকে বিবেচনায় না নিয়ে নিরপেক্ষভাবে যখন পুলিশ বাহিনীর সদস্যরা জনগণবান্ধব জনমুখী দায়িত্ব পালনে ব্রতী হয় ঠিক তখনই মানবিক পুলিশিং এর চর্চা অব্যাহতভাবে লক্ষ্য করা যায়।