

বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন ‘আম্পান’ মোকাবিলায় সরকারের প্রস্তুতির অংশ হিসেবে কন্ট্রোল রুম চালু করেছে ঈশ্বরদী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯ মে) ‘উপজেলা প্রশাসন ঈশ্বরদী’ ফেসবুক আইডি থেকে এ তথ্য জানিয়ে পোস্ট দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান।
এতে বলা হয় দুর্যোগ সংক্রান্ত যে কোন জরুরী বিষয়ে (মোবাইল নম্বর- ০১৭১৭১৬২৬৩৭) সার্বক্ষণিক এ কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
কন্ট্রোল রুমের মাধ্যমে উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নের প্রত্যেককে নিরাপদে আশ্রয় নেওয়া নিশ্চিত করা, আশ্রয়কেন্দ্রে গবাদিপশুর যত্ন নেওয়া, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা, গবাদিপশুর জন্য খাদ্য সহায়তা দেওয়াসহ উদ্ভূত সমস্যা সমাধানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।