

করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় নিরাপদ দূরত্ব মেনে শত শত মানুষের মধ্যে খাদ্যসহায়তা দিয়েছে সিআইপি সম্মাননা পাওয়া আবদুল আজিজ খান।
ঈশ্বরদীতে আবুল হোসেন খান ও সূর্ঘ্য ভানু ট্রাস্টের পক্ষ থেকে করোনা সংকটের কারণে কর্মহীন গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সিআইপি সম্মাননা পাওয়া আবদুল আজিজ খানের ব্যক্তিগত উদ্যোগে সোমবার (১৮ মে) সকালে উপজেলার আওতাপাড়া হাট এলাকায় সামাজিক দূরত্ব মেনে ৯০০ পরিবারকে এসব বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, আটা, সেমাই ও চিনি।
এসময় আবদুল আজিজ খান বলেন, ‘মানুষের জন্যই মানুষ। অতীতেও মানুষের পাশে সব প্রয়োজনে ছিলাম, এখনও আমার সামর্থ্যের সবটুকু দিয়েই মানুষের পাশে আছি। যতদিন এমন আপদকালীন সময় থাকবে, মানুষের পাশেই থাকব।’
জানা গেছে, দেশে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে তিনি কয়েক দফায় নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় মানুষদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। তার এ কাজকে সাধুবাদ জানিয়েছেন ঈশ্বরদী উপজেলার সাধারণ মানুষসহ নিম্নবিত্ত, কর্মহীন ও অসহায় সাধারণ জনতা।