

ভাতা দিচ্ছেন সমাজ সেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানা। ছবি: সংগৃহীত
ঈশ্বরদীতে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে সলিমপুর ইউনিয়নের ৬০ জন প্রবীণ সদস্যদের মধ্যে মাসিক পরিপোষক ভাতা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সংস্থার চরমিরকামারী কার্যালয় চত্ত্বরে করোনাভাইরাস সংক্রমণ রোধের স্বাস্থ্যবিধি মেনে এক সংক্ষিপ্ত নিউ এরা ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আওতায় এই সব হয়।
সংস্থার উপপরিচালক মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোমতাজ হোসেন বিশ্বাস এবং সলিমপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মুক্তার হোসেন খাঁ।
পরিপোষক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজ সেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সহযোগী সংস্থা হিসাবে নিউ এরা ফাউন্ডেশনের উন্নয়ন কার্যক্রম সত্যি প্রশংসার দাবি রাখে। বর্তমান সরকার প্রবীণদের সহযোগিতার জন্য বেশ কিছু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি নিউ এরা ফাউন্ডেশনের মতো বেসরকারি সংস্থা এগিয়ে আসলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, করোনাভাইরাসের এই অবরোধের সময়ে কর্মহীন অসহায় মানুষ ও প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দিয়ে নিউ এরা ফাউন্ডেশন মানবিক দায়িত্ব পালন করছে। এই জন্য নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের সাবেক সদস্য মঞ্জুর রহমান বিশ্বাসসহ সকল পরিচালক, কর্মকর্তা ও কর্মীবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রদান করছি। একই সঙ্গে করোনা পরবর্তী সময়ে নিউ এরা ফাউন্ডেশন অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে এলাকার সকল পেশার মানুষ তাদের আর্থিক কর্মকান্ডের চাকা সচল করতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, নিউ এরা ফাউন্ডেশন এলাকার অবহেলিত পিছিয়ে পড়া দুস্থ ও অসহায় মানুষের ভাগ্যন্নোয়নের লক্ষ্যে দুটি হাত আর বুদ্ধি দিয়ে গড়বো জীবন গ্রামেই বসেই, এই শ্লোগান সামনে নিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, এই কর্মসূচির আওতায় সলিমপুর ও দুয়ারিয়া ইউনিয়নে ২০০ জন প্রবীণ সদস্যকে মাসিক পরিপোষক ভাতা প্রদান করা হয়। প্রত্যেককে প্রতি তিন মাস পরপর ১৫০০ টাকা ভাতা প্রদান করা হচ্ছে।