

উদ্ধারকৃত ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী। ছবি: সংগৃহীত
ঈশ্বরদীতে গাঁজাসহ নাহিদ আলী (২২) নামেক এক যুবকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার পাকশী ইউনিয়নের গোলচত্বর থেকে এ মাদক ব্যবসায়ী আটক করা হয়।
তিনি লালপুর উপজেলার কদম চিলায় এলাকার আলাউদ্দিন শাহ্- এর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেলের সহকারি উপপরিদর্শক হাফিজুর রহমান জানান, পাকশী এলাকায় তাঁদের তল্লাশি চলছে। এসময় এক যুবকের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলেই তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা।