

ঈদ উপহার বিতরণ করছেন ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু। মাঝপাড়া ইউনিয়ন পরিষদ চত্বর, আটঘরিয়া। ১৮ এপ্রিল, সোমবার। ছবি: সংগৃহীত
ঈদ দরজায় কড়া নাড়ছে। অন্য বছরের মতো এ বছর ঈদের আমেজ নেই। চার দিকে শঙ্কা। করোনার ভয়ে সবাই যবুথবু। কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে অনেক মানুষ।
মানবেতর জীবনযাপন করছে এমন পরিবারগুলোতে আওয়ামী লীগ নেতা ব্যরিষ্টার সৈয়দ আলী জিরুর ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, আটা, ডাল, আলু, তেল, সেমাই, লবণ ও সাবানসহ অন্যান্য পণ্য।
সোমবার (১৮ এপ্রিল) আটঘরিয়া উপজেলায় মাঝপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৫০০ পরিবারকে স্বাস্থ্যবিধিসহ শারীরিক দূরত্ব মেনে এই সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন আটঘরিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ইশারত আলী, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) নেতা আনসার আলী ডিলু, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুব্রত বিশ্বাস, খেলাঘর উপজেলা শাখার সহসভাপতি মোস্তাাফিজুর রহমান তুফান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রোগ্রাম অফিসার জহুরুল ইসলাম জুয়েল ও শিক্ষক লিখন ইসলাম প্রমুখ।
ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু বলেন, করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি ও খাদ্য সামগ্রী পৌঁছে দিতে নিম্ম আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার দেওয়া হচ্ছে।