

পূর্ব মানিকনগর গ্রামের পারিবারিক কবরস্থানে রাতে এক নারীর মরদেহ দাফন করা হয়। ছবি: আহমেদ মিরাজ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যাওয়া এক নারীর লাশ ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের পূর্ব মানিকনগর গ্রামের পারিবারিক কবরস্থানে রোববার (১৭ এপ্রিল) রাতে দাফন করা হয়েছে।
সরকারের নির্দেশে কঠোর সতর্কতার মধ্যদিয়ে স্থানীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন (ইফা) প্রশিক্ষণপ্রাপ্ত সেচ্ছাসেবীরা এ দাফন কাজ সম্পন্ন করেছে।
এসময় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, পরিবারের সদস্য যোজন বিশ্বাস ও ডাঃ ফয়সাল উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (১৭ এপ্রিল) সকালে প্রথমবারের মতো করোনা আক্রান্ত ঈশ্বরদীর ওই নারী রোগীর মৃত্যু হয়।
এ বিষয়ে ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, জাহানারা বেগম (৭৮) উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ঢাকায় বসবাস করতেন। তিনি ক্যান্সার এবং ডায়াবেটিসরোগেও ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। করোনা সন্দেহে হোম কোয়ান্টাইনে থাকা অবস্থায় সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইউএনও শিহাব রায়হান বলেন, জন্মস্থান ঈশ্বরদীতে হওয়ায় তার পরিবারের লোকজন প্রশাসনের সাথে যোগাযোগ করে তাকে সেখানে দাফনের আবেদন জানায়। সোমবার রাত ৯টার দিকে অ্যাম্বুলেন্সযোগে লাশ ঈশ্বরদী নিয়ে আসার পরপরই সতর্কতার সাথে পুলিশ পাহারায় লাশ দাফন করা হয়।