

করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় নিরাপদ দূরত্ব মেনে হাজারো মানুষের মধ্যে খাদ্যসহায়তা দিয়েছে ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু।
নির্ধারিত দূরত্ব মেনে বসে আছেন কর্মহীন মানুষেরা। তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে চাল, আটা, ডাল, আলু, তেল, সেমাই, লবণ ও সাবানসহ নিত্যপণ্যের প্যাকেট। তা নিয়ে হাসিমুখে বাড়ি ফিরেছেন তাঁরা।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয় মাঠের দৃশ্য এটি। সেখানে গ্রামের এক হাজার পরিবারকে খাদ্যসহায়তা দেয় আওয়ামী লীগ নেতা ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু। করোনা পরিস্থিতিতে গত এক মাসে এভাবে সামাজিক দূরত্ব মেনে এ উপজেলার ৪ হাজার পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু।
জানতে চাইলে ব্যরিষ্টার জিরু বলেন, ‘আমরা চাই ঈশ্বরদীর দিনমজুর, রিকশাচালক, মোটরশ্রমিকসহ বর্তমানে কর্মহীন একটি মানুষও যেন না খেয়ে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। খেটে খাওয়া মানুষ কাজে না ফেরা পর্যন্ত আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা এ কাজে সহযোগিতা করেছেন। তাঁরা প্রকৃত অসহায় ও কর্মহীন মানুষ খুঁজে তালিকা দিয়েছেন। এতে প্রকৃত দরিদ্র ও কর্মহীন মানুষের কাছে সহায়তা পৌঁছেছে।
এসময় ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) নেতা আনসার আলী ডিলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির আলী হিরু, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুব্রত বিশ্বাস, খেলাঘর উপজেলা শাখার সহসভাপতি মোস্তাাফিজুর রহমান তুফান ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রোগ্রাম অফিসার জহুরুল ইসলাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।