

সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ ১৬ হাজার ছাড়িয়েছে। জ্বর-সর্দি-কাশির উপসর্গ নিয়ে ভুগতে থাকা রোগীরা কোভিড-১৯ সংক্রমণ আছে কি না, তা পরীক্ষা করাতে কয়েক জন লাইনে অপেক্ষা করছেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এক রোগীর নমুনা সংগ্রহ করছেন চিকিৎসক। ছবি: সংগৃহীত
ঈশ্বরদীতে মোট তিন জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এদিকে করোনা সন্দেহে ৩-৪ দিন আগে ৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নিয়ে উপজেলায় মোট ৭০ জনের নমুনা সংগ্রহ করা হলো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সূত্র জানায়, গত দুই সপ্তাহে সংগ্রহ করা নমুনার মধ্যে এখনও পর্যন্ত ২০ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তবে তাদের কারো শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। এরআগে মুলাডুলি চাঁদপুর গ্রামে করোনায় আক্রান্ত এক পরিবারের ২২ জন সদস্য ও গেল বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জনসহ মোট ৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়। গত ২৫ মার্চ থেকে ঈশ্বরদীতে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ শুরু হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান বলেন, করোনার লক্ষণ দেখা দিলে আমরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাচ্ছি। তবে এখনো পর্যন্ত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের করোনা শনাক্তকরণ পরীক্ষায় কারোও শরীরে কোভিড-১৯ সংক্রমণ জীবানু পাওয়া যায়নি।