

শামসুর রহমান শরীফ ডিলু। ফাইল ছবি
সাবেক ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলুর চেহলাম আজ (১২ মে) মঙ্গলবার।
পরিবার সূত্রে জানা যায়, করোনাভাইরাসের প্রকোপের কারণে জনসমাগম এড়াতে কোনো মিলাদ মাহফিলের আয়োজন করা হয়নি। তবে ঈশ্বরদীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ হবে।
প্রয়াতের ছেলে গালিবুর রহমান শরীফ বলেন, আপনারা বাবার জন্য দোয়া করবেন। এখন দোয়া ছাড়া কিছু করার নেই।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।