

ঈশ্বরদীতে করোনা ভাইরাস। ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট গ্রাফিক্স
ঈশ্বরদীতে নতুন আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় দুই জন কোভিড–১৯ রোগী শনাক্ত হলেন।
সোমবার (১১ মে) রাত ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ। বর্তমানে ওই ব্যক্তিকে এ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি ঈশ্বরদী পৌরসভার রহিমপুরের খলিলের মোড় এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছিল।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এ আসমা খান জানান, গেল ৫ মে উপজেলার এক জাসদ নেতা কিডনি রোগ ও উচ্চ রক্তচাপ নিয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এছাড়াও দীর্ঘদিন থেকে সে ডায়াবেটিসে আক্রান্ত ছিল।
তিনি আরও জানান, ওই ব্যাক্তির বয়স ৭০ বছরের মধ্যে। নমুনা সংগ্রহের সময় তার মধ্যে করোনাভাইরাসের কোনও লক্ষণ দেখা যায়নি। তবে, এখন তার মধ্যে কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে।