

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ঈশ্বরদী বাজার। ১০ মে, রোববার। ছবি: জেম
সরকারি নির্দেশ অমান্য করে বিকেল ৪টার পরও দোকান খোলা রাখায় ঈশ্বরদী বাজারের ২ ব্যবসায়ীকে পৃথক দুটি মামলায় ভ্রাম্যমাণ আদালত এক হাজার টাকা জরিমানা করেছে।
রোববার (১০ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল। সহায়তা করেন সেনাবাহিনীর একটি দল ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের পরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে জনসমাগম করায় তাঁদের জরিমানা করা হয়েছে। এ সময় অন্যান্য অনেক দোকানকে সতর্ক করা হয়।
মমতাজ মহল জানান, স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে মার্কেট ও দোকানপাট সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে। যারা এই নির্দেশনা মানছেন না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।