

সাঁড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার কোদাল দিয়ে মাটি কেটে পাবলিক টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন করছেন। ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট
পাবনা জেলা পরিষদের অর্থায়নে সাধারণ পথচারী ও স্থানীয়দের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ৫ নম্বর ঘাট এলাকায় পাবলিক টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১০ মে) সকালে সাঁড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার কোদাল দিয়ে মাটি কেটে এ কাজের উদ্বোধন করে। এ সময় মোনাজাত করা হয়।
তখন তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে সাঁড়া ইউনিয়ন হবে আধুনিক ও স্বাচ্ছন্দ্যে বসবাসযোগ্য একটি স্মাট গ্রাম। যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
উদ্বোধনকালে পাবলিক টয়লেটটি সুষ্ঠুভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানিয়ে পাবনা জেলা পরিষদের সদস্য ও ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট প্রধান সম্পাদক শফিউল আলম বিশ্বাস বলেন, আশপাশের সাধারণ মানুষ এবং পদ্মার চরে ভ্রমণ পিপাসুদের পাবলিক টয়লেটটি ভূমিকা রাখবে। এই পাবলিক টয়লেটে হাত ধোয়ার ব্যবস্থা ও পেশাদার পরিচ্ছন্নকর্মী থাকবে।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মেঘলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মজিদুল ইসলাম।