

চিকিৎসাধীন দুই আওয়ামী লীগ নেতা। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ৬ এপ্রিল, বুধবার। ছবি: ফেসবুক
ঈশ্বরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম গোলবার ও সহসভাপতি হাবিবুর রহমান হাবিবকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে আবুল হাশেম গোলবার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলায় ঈশ্বরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম ও পৌর যুবলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন আলমগীরসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, তিনি বুধবার (০৬ এপ্রিল) সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে আলমগীর হোসেন ও শফিকুল ইসলামসহ একদল দুর্বৃত্ত অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। মারপিট করার খবর পেয়ে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব এগিয়ে গেলে হামলাকারীরা তাঁর ওপরও হামলা চালায়। এতে তিনিও সামান্য আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।