

র্যাব-১২। ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট গ্রাফিক্স টিম
পাবনার সদর উপজেলার উত্তর মাছিমপুর এলাকা থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া আব্দুর রাজ্জাক (৩৫) ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুরুলিয়া গ্রামের আফসার জোয়াদ্দারের ছেলে। বৃহস্পতিবার (০৭ মে) রাতে র্যাব ১২ পাবনা এক সংবাদ বার্তায় এ তথ্য নিশ্চিত করে।
র্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে রাজ্জাক অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে শহরের উত্তর মাছিমপুর এলাকা অবস্থান করছে এমন সংবাদে র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী রিভালবার উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার ব্যাক্তি দীর্ঘদিন ধরেই নিজ হেফাজতে অবৈধ অস্ত্র রেখে স্থানীয় লোকজনকে ভয়ভীতি দেখানোসহ ত্রাস সৃষ্টি এবং অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।
র্যাব আরও জানায়, গ্রেফতার রাজ্জাকে পাবনা সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর গ্রেফতার দেখিয়ে অস্ত্রসহ সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।