

পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু মঙ্গলবার সকালে পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট
ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন ও করোনা মোকাবেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এডিস মশা নিধনে নিজ হাতে ফগার মেশিন ও পরিচ্ছন্নতায় হাতে ঝাড়ু তুলে নিয়েছেন। ড্রেনে ছিটাচ্ছেন ব্লিচিং পাউডার। এ কাজে পৌরসভার সেনেটারী পরিদর্শক আবুল কায়সার সুজাসহ কাউন্সিলর ও পরিচ্ছন্নতা কর্মীরা সার্বিকভাবে সহযোগিতা করছেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পৌরবাসীও।
মঙ্গলবার (০৫ মে) সকালে পৌরসভা চত্বর থেকে এ সব কার্যক্রম উদ্বোধন হয়েছে।
এ বিষয়ে মেয়র বলেন, করোনার পরিস্থিতিতে সবাই যার যার জায়গা থেকে কাজ করছে। আমরা করোনার মতো ডেঙ্গুর ব্যাপারেও সতর্ক রয়েছি।
তিনি আরও বলেন, করোনা প্রতিরোধসহ ডেঙ্গু মোকাবিলায় পৌর এলাকার প্রত্যেকটি ছোট ছোট খাল পরিষ্কার করা হয়েছে। জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। এডিস মশার লাভা ও প্রজনন স্থান ধ্বংস করতে প্রাথমিক প্রস্তুতি হিসেবে প্রত্যেকটি ড্রেনের মুখ ও খালের দুইধারে স্প্রে ছিটানোর কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। তাছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।