

ঈশ্বরদীর ম্যাপ।
ঈশ্বরদীতে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয় সাড়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (০৬ মে) সকালে উপজেলার জয়নগর ওয়াপদা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার রূপপুর এমআরএস সিএনজি পাম্পের তত্ত্বাবধায়ক জাকির হোসেন জানান, মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে সিএনজি পাম্পের ১২ লাখ ৫৭ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। টাকা নিয়ে তিনি মোটরসাইকেলে করে জয়নগর ওয়াপদা গেট এলাকায় পৌঁছালে দু’টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাদের গতিরোধ করে প্রকাশ্যে অস্ত্র ও রামদা ঠেকিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন বলেন, আমরা খবর পেয়ে থানা পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি সম্পর্কে আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলনে, ঘটনায় জড়িতদের চিহিৃত করার জন্য ওই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা-নিরীক্ষার কাজ এখনও অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।