

প্রতীকী ছবি
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গেল শনিবার যে গৃহবধূ মারা গিয়েছিল সে করোনায় আক্রান্ত ছিল না।
রোববার (০৩ মে) রাতে তার নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া গৃহবধূ (৩৫) নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাস পাওয়া যায়নি।
প্রসঙ্গত: জ্বর, গলাব্যথা নিয়ে ও বমি করে শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। করোনা সন্দেহে দুপুরে ওই নারীর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসা দল। শনিবার রাতে তাঁকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়।