



বাংলাদেশ রেলওয়ে পাকশী ডিভিশনের ট্রেনের পাওয়ার কার থেকে জ্বালানি তেল চুরির ঘটনা ঘটছে নিয়োমিত। কিন্তু প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না রেলওয়ে কর্তৃপক্ষ। তবে ট্রেনের পাওয়ার কার থেকে চুরি করা ছয়শ ৫০ লিটার জ্বালানিসহ একজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে ঈশ্বরদী থেকে লালপুরে যাওয়ার পথে বেনারশি পল্লী সংলগ্ন ধান চাতালের সামনের পাকা রাস্তার ওপর থেকে তেল বোঝাই ব্যাটারি চালিত ইজিবাইকসহ তাদের আটক করে র্যাব। বুধবার দুপুরে র্যাব ক্যাম্প, পাবনা-১২ সূত্রে এসব তথ্য জানা গেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, ‘এই বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’