মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগকে গতিশীল ও বেগমান করার জন্য আগামী শনিবার (২৭ এপ্রিল) বার্ষিক সম্মেলনের দিন ধার্য্য করা হয়েছে।
শুক্রবার (২০ এপ্রিল) মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি ও সাধারণ সম্পাদক সুমন দাস জানিয়েছেন।
শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিকেল তিনটায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ এমপি। উদ্বোধন করবেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস।