

সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে সাধারণ মানুষকে অনুরোধ জানাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহীর সদস্যরা। বাজার এলাকা, ঈশ্বরদী। ২৪ এপ্রিল, শুক্রবার।
করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী সদস্যদের ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে শহরের সব রাস্তায়, আঞ্চলিক সড়কগুলোতে এবং ইউনিয়নের হাট বাজারে জনসচেতনতা সৃষ্টি অভিযান এবং সেনাবাহিনীর টহল জোরদারভাবে চলেছে।
সরজমিনে দেখা গেছে, দিনব্যাপী এই তৎপরতায় সেনাবাহিনী সদস্যরা সাঁড়াশি অভিযান চালিয়েছে। সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল। এ অভিযানের সময় হ্যান্ড মাইকে করোনা ভাইরাস বিষয়ে জনগণকে সর্তক করা হয়। এছাড়া নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ও কেনাকাটায় নির্দিষ্ট দূরত্ব নিশ্চিতে বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করছে তারা।
এ সময় উপজেলা প্রশাসন থেকে বলা হয়, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বাইরে বের হলে মানুষের ভিড় এড়িয়ে চলুন। ঘন ঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে নিন। যেখানে-সেখানে কফ-থুথু ফেলবেন না। করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন। মুসলমান ভাইয়েরা ঘরেই নামাজ আদায় করুন। অন্যান্য ধর্মাবলম্বীরাও ঘরে বসে প্রার্থনা করুন। পরিবার, পাড়া-প্রতিবেশী এবং দেশের মানুষের জীবন রক্ষার্থে এসব পরামর্শ মেনে চলা প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।