

নেসকো। ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট গ্রাফিক্স টিম
নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আসন্ন রমজান মাসের প্রস্তুতিকে কেন্দ্র করে বৈদ্যুতিক ট্রান্সফরমার ঠিকঠাক করা হয়েছে।
এদিকে রমজান মাসে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটবে না বলে জানিয়েছেন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) ঈশ্বরদী। তবে তাঁরা বলছে, যদি ঝড় হয়। সে ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এছাড়া কোনো সমস্যা হওয়ার কথা না।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান বলেন, ‘ঈশ্বরদী উপজেলায় প্রতিদিন ৪২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। তাঁরা চাহিদা মতই বিদ্যুৎ সরবরাহ পেয়ে থাকেন। তাই রমজান মাসে সমস্যা হওয়ার কথা না। রমজানকে কেন্দ্র করে তাঁদের প্রস্তুতি রয়েছে।’