

মামলার এজাহার। ছবি: ফেসবুক
পাবনার আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলামের বিরুদ্ধে অপপ্রচার (মানহানি) করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি হয়েছেন ঈশ্বরদীর চার সংবাদকর্মী।
মঙ্গলবার ২১ এপ্রিল আটঘরিয়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলা চেয়ারম্যান নিজেই।
মামলার আসামিরা হলেন অনলাইন নিউজ পোর্টাল মেগানিউজটোয়েন্টিফোর.কম- এর প্রধান সম্পাদক প্রকৌশলী আব্দুল আলিম, সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, নবযুগান্তর ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ইয়াছিন শেখ ও দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার স্টাফ রির্পোটার সদরুল আইন।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গেল ১৯ এপ্রিল মেগানিউজটোয়েন্টিফোর.কম আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলামের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। এই সংবাদে রাজনৈতিক, সামাজিক জীবনে মানহানিকর অবস্থায় পরিনত হয়েছে। এছাড়া দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সদরুল আইন নামক এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য উপাত্তসহ প্রবন্ধ রচনা নামক একটি ফেসবুক একাউন্টে খবর প্রচার করা হয়েছে এবং নবযুগান্তর নামক একটি অনলাইল পোর্টালে এ সমস্ত ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে।
এছাড়াও বাংলাদেশের স্বনামধণ্য ব্যক্তি ও স্কয়াার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুর নাম ব্যবহার করে যে বিভ্রান্তকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর।
মামলায় চেয়ারম্যান উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে অনলাইন মাধ্যমে মিথ্যা ও অসত্য সংবাদ প্রকাশ করায় তার মানহানি হয়েছে। এজন্য তিনি থানায় মামলা করেছেন।
তবে প্রতিবেদনটি নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দায়িত্বশীল ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই করা হয়েছে এবং এতে প্রতিবেদকের নিজস্ব কোনও বক্তব্য ছিল না বলে দাবি করেছেন সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, আটঘরিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি হয়েছে। মামলা নং ০৫। পুলিশ এরই মধ্যে মামলার তদন্ত শুরু করেছে।