

সবজি বিতরণ আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম। রহিমপুর, ঈশ্বরদী। ২০ এপ্রিল, সোমবার। ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট
সামাজিক দূরত্ব নিশ্চিত করে ঈশ্বরদীতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কর্মহীন হয়ে পড়া মানুষ, রিক্সা ও ভ্যান চালকদের পাশে পিকআপভর্তি ফ্রি সবজি নিয়ে দাঁড়িয়েছে আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টায় উপজেলার ১ নম্বর ওয়ার্ডের শৈলপাড়া, শহরের ওভারব্রিজ, পোষ্ট অফিস ও আলহাজ্ব মোড় এলাকায় দেড় হাজারের বেশি মানুষের মধ্যে মাইকিং করে বেগুন, পটল, ঢেরস, টমেটো, ডাটা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পুঁইশাক, পাটশাক, লালশাক, লাউশাক, শসাসহ নানা ধরনের শাক-সবজি বিনামূল্যে বিতরণ করা হয়।
এ বিষয়ে তানভীর ইসলাম বলেন, দেশের এ দুঃসময়ে অসহায় মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সে প্রেক্ষিতেই নগর পিতা পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর ভাইয়ের পরামর্শে এ উদ্যোগ নিয়েছি আমরা। এজন্য গঠিত ওয়ার্ডভিত্তিক কয়েকটি টিম প্রতি এলাকার গিয়ে শাক-সবজি পৌঁছে দিচ্ছে। যতদিন এ দুর্যোগ থাকবে ততদিন ধাপে ধাপে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এমন উদ্যোগের সাধুবাদ জানিয়ে পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু বলেন, আমরা জানি দেশের মানুষের সব বিপদে-আপদে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবসময় তাদের পাশে দাঁড়ায়, অগ্র সৈনিক হিসেবে কাজ করে। আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান এ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। দেশের এ সংকটময় মুহূর্তে তার মতো অন্য চেয়ারম্যান ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে।