

প্রতিদিনই চলার পথে সেনাবাহিনীর সদস্যরা দরিদ্র জনগোষ্ঠীর দ্বারে দ্বারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। ঈশ্বরদী বাজার এলাকা। ১৬ এপ্রিল, বৃহস্পতিবার। ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট
করোনার প্রাদুর্ভাব কমাতে গণজমায়েত ও সঙ্গরোধ নিশ্চিত করতে ঈশ্বরদীসহ সারাদেশে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সেনাবাহিনীর ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও ১১ এসপি রেজিমেন্ট আর্টিলারির সদস্যরা ঈশ্বরদীতে কাজ করছে। আর প্রতিদিনই চলার পথে তাঁরা দরিদ্র জনগোষ্ঠীর দ্বারে দ্বারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে ঈশ্বরদীতে দায়িত্বরত সেনাবাহিনীর ১১ এসপি ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন আসিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, সেনাবাহিনীর উদ্যোগে টহলরত অবস্থায় গেল কয়েক দিনে উপজেলার ৫০ জন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিদিন ১০ জনের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। এতে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাল, দুই কেজি পেঁয়াজ, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক কেজি তেল ও দুইটি সাবান রয়েছে।
এদিকে সঙ্গরোধ নিশ্চিত করে কেনাকাটা করতে বিভিন্ন বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানের সামনে সুরক্ষা বৃত্ত এঁকে দেয়া হয়েছে। বাজারে বাজারে জীবানুনাশক স্প্রে করেছে সেনা সদস্যরা।