



ঈশ্বরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ আজ রোববার (২১ এপ্রিল) দুপুরে দায়িত্ব গ্রহণ করেছেন।
এদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিচয় সভায় ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। নবনির্বাচিতরা হলেন চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলী।
উপজেলা নির্বাহী অফিসার আহাম্মদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা প্রমূখ।