

ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট গ্রাফিক্স টিম
জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ঈশ্বরদীর ৯ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) রাতে তাঁদের নমুনা রাজশাহীতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ওই ৯ ব্যক্তি নিজ থেকেই করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার আগ্রহ প্রকাশ করেছিলেন। এ কারণে গেল এক সপ্তাহে সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করেন। পরে নমুনা পরীক্ষার জন্য সিভিল সার্জনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। তাঁরা সকলে সদর উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ড. শফিকুল ইসলাম শামীম জানান, করোনা সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ে তাঁদের সেবা প্রদান করতে। তবে কিছু মানুষ গুজব ছড়িয়ে আতংঙ্ক সৃষ্টি করছে। এতে প্রকৃত রোগীরা আড়াল হয়ে যাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান বলেন, ওই ৯ ব্যক্তির নমুনা সংগ্রহের পর তাঁদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এর মধ্যে শনিবার প্রতিবেদন ঈশ্বরদীতে পৌঁছায়। এতে দেখা যায় সন্দেহভাজন ৬ ব্যক্তি কেউই করোনাভাইরাসে সংক্রমিত নন। বাকী ৩ ব্যাক্তির প্রতিবেদন আসতে ১-২ দিন সময় লাগবে। ফলে ঈশ্বরদী করোনাভাইরাসে এখনও পর্যন্ত কেউ আক্রান্ত হননি।’
‘তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সবাইকে নিজ ঘরে অবস্থা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। তাহলেই করোনাভাইরাসের আক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে,’ যোগ করেন তিনি।