

প্রতীকী ছবি
ঈশ্বরদীতে একটি বাড়ি থেকে আনজেরা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর লাশ পুলিশ উদ্ধার করেছে। তাঁর মাথায় জখম রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ৩টায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে থেকে তাঁর লাশ উদ্ধার হয়।
প্রতিবেশী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, নিহত গৃহবধূর স্বামী আজিবার প্রামাণিক (৫০) ছেলে রানা (২৭) ও তার বৌমা ছাদিয়া (২৩) জোরপূর্বক বাবার বাড়ির জমি বিক্রি করার কথা বলে। কিন্তু তিনি রাজী না হওয়ায় গেল কয়েকদিন থেকে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়াঝাঁটি চলতে থাকে। এরই জের ধরে প্রথমে মাথায় আঘাত করে ও পরে পিটিয়ে আনজেরাকে খুন করা হয়। ঘটনার পর থেকে তাঁর স্বামী ও ছেলেকে খুঁজে পাওয়া না গেলেও এলাকাবাসী ছাদিয়াকে আটকে রেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাদিয়াকে আটক করে ।
নিহতের চাচাতো বোন আলেয়া বেগম জানান, বিয়ের পর থেকে আনজেরাকে নানাভাবে নির্যাতন করতেন তাঁর স্বামী। কয়েকবার তাঁরা সালিসও করেছেন। তাঁর দাবি, আজিবারই তাঁর বোনকে খুন করে পালিয়েছেন। এ ঘটনায় তাঁরা থানায় মামলা করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, আনজেরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে প্রথমে মাথায় আঘাত করে ও পিটিয়ে আনজেরাকে খুন করা হয়।