

ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
করোনার সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঈশ্বরদীতে ৬টি মামলায় ১১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন ৮ জন।
শুক্রবার (১০ এপ্রিল) দিনভর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল এবং সেনাবাহিনীর একটি দল শহরের বিভিন্ন স্থানে এ অভিযান করে।
এসময় তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে এবং জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে বাড়িতে রাখতে তারা অভিযান জোরদার করেছেন। এছাড়া বর্তমান পরিস্থিতিতে কেউ যেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে না পারেন তার জন্যও অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিফ।