

আবদুল আজিজ খান। ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় কর্মহীন হয়ে পড়া ঈশ্বরদী উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সিআইপি সম্মাননা পাওয়া আবদুল আজিজ খান।
গেল কয়েকদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে উপজেলার আওতাপাড়া ও বাঁশেরবাদা এলাকায় অসহায় ১০০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে উপহার তুলে দেন তিনি। এতে রয়েছে চাল, ডাল, আলু, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।
এ ব্যাপারে আবদুল আজিজ খান বলেন, ‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে সারাদেশের মতো এ অঞ্চলের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমি তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’