দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন আগামী শুক্রবার (২৬ এপ্রিল)। ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি ও সাধারণ সম্পাদক সুমন দাস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ছাত্রলীগের একাধিক দায়িত্বশীল নেতা জানান, এবারের সম্মেলনে দলের বিভিন্ন পদে পরিবর্তন আসবে। এ ছাড়া কিছু বির্তকিত নেতার স্থানে নতুন মুখ দায়িত্ব পেতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
দাশুড়িয়া ডিগ্রী কলেজে মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু।
সম্মেলন উদ্বোধন করবেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি। সভাপতিত্ব করবেন দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হায়দার।
এ ব্যাপারে ইকবাল বলেন, সম্মেলনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্ততি।