

করোনাভাইরাস প্রতিরোধে গেল ২৪ মার্চ থেকে ঔষুধ, কাঁচাবাজার ও মুদি দোকান ছাড়া সব ধরনের দোকান পাট বন্ধ করে দেয়া হয়েছে। নতুন করে বুধবার (০১ এপ্রিল) থেকে বিকেল ৫টার পর ঔষুধের দোকান ছাড়া কোনো দোকান খোলা থাকবে না বলে জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা প্রশাসক।
বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের ফেইসবুক পাতায় এ বিজ্ঞপ্তি জারি করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান বলেন, করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম বন্ধ করতে বুধবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুদি দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। অন্য যেকোনো সময় মানুষ ওষুধ ক্রয় ও হাসপাতালের যাওয়া ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। ঔষুধের দোকান সব সময়ই খোলা থাকবে বলে তিনি জানান।
এরইমধ্যে ঈশ্বরদীর সকল গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। তবে রিকশা চলাচল করছে। বিনা কারণে যেন কেউ ঘর থেকে বের হতে না পারে সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী কাজ করছেন।